ডেস্ক: শিনা বোরা হত্যাকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বেড়ে গিয়েছিল দুরত্ব। বহুবার হাওয়ায় এমন কথাও শোনা গিয়েছিল যে স্বামী পিটারের সঙ্গে সম্ভবত বিবাহবিচ্ছেদ করবেন ইন্দ্রাণী মুখার্জী। কিন্তু এতদিন বাস্তবে তেমনটা হয়নি। অবশেষে ১৬ বছরের বৈবাহিক জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইন্দ্রাণী। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৫ এপ্রিল নিজের আইনজীবী এডিথ ডে কুরিয়ারের মাধ্যমে পিটারকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন ইন্দ্রাণী।
প্রথম দেখাতেই দু’জনের প্রেম, এরপর একসঙ্গে বড় হওয়া। একে একে দুজনের সুখ দুঃখ ভাগ করে নিয়ে ভালই চলছিল সব কিছু। কিন্তু মেয়ের হত্যাকাণ্ডে নাম জড়ানোর ঘটনা যেন এক লহমায় সব শেষ করে দেয়। প্রথমে গ্রেফতার হন ইন্দ্রাণী। তার কয়েকমাস পরেই পিটারকেও গ্রেফতার করে পুলিশ। আপাতত জেলের ঘানি টানছেন এই দম্পতি।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই দুজনের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া একভাবে শুরু হয়ে যায়। তখনই পিটার তাঁর আইনজীবীকে জানান তিনি ইন্দ্রাণীকে ডিভোর্স দিতে চান। এরপর ইন্দ্রাণী নিজে বিবাহবিচ্ছেদ মামলা দায়ের করার অনুমতি চান আদালতের কাছে। অবশেষে পিটারকে ডিভোর্স নোটিশ পাঠালেন ইন্দ্রাণী।