মহানগর ডেস্ক: ভোটের আগে সিঙ্গুরে হতে চলেছে শিল্প। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের বাজারে ‘শিল্প’ টেনে কার্যত তরুণ ভোটারদের উদ্দেশ্যে আনলেন বড় চমক। সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের ঘোষণায় সিলমোহর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘কৃষি আমাদের গৌরব, শিল্প সম্পদ।’
সিঙ্গুরের কৃষকদের পাশে সবসময়ই রয়েছে রাজ্যের তৃণমূল সরকার। একথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”সিঙ্গুরের ফসল শস্য-শ্যামলা। সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাসস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। ১১ একর জমির ওপর নির্মাণ হবে এই পার্ক। পার্ক তৈরি করছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম। সিঙ্গুর রেলস্টেশনের কাছে জমি ঘেরাওয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক শিল্পপতিদের ১০ থেকে ৩০ কাঠার প্লট দেওয়া হবে। থাকছে বড় প্লটও। এমনকি শিল্পপতিদের ইচ্ছা অনুযায়ী পরিকল্পনাও করা হবে।” তবে এই শিল্পের জন্য কোনও জমি অধিগ্রহণ হবেনা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সিঙ্গুরের জমি ফেরত প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সিঙ্গুরের জমি ফেরত দিয়েছি। চাষিদের প্রায় দুই বা আড়াই হাজার টাকা প্রতি মাসে দিই। বিনা পয়সায় চাল দিই।”
যদিও, সিঙ্গুর কৃষি আন্দোলনকে সামনে রেখেই ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একুশের বিধানসভা নির্বাচনের আগে সেই সিঙ্গুরেই শিল্পের প্রতিশ্রুতি দিয়ে বঙ্গ রাজনীতিতে যেন নতুন চমক সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।