ডেস্ক: সরকারে আসার পর ভারতবাসীর প্রতি মোদী সরকারের প্রতিশ্রুতি ছিল, সমস্ত কালো টাকা উদ্ধার করে দেশের গরীব মানুষের অ্যাকাউন্টে তা দেবে বিজেপি সরকার। তবে সে প্রতিশ্রুতি রাখতে পারেনি সরকার। উল্টে নোট বাতিলের পদক্ষেপ কতটা সফল হয়েছে তা নিয়েও উঠেছে বিস্তর প্রশ্ন। এরই মাঝে জন সাধারনের আয় বাড়াতে অভিনব পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। কারও আয় বহির্ভূত কালো টাকার সম্পত্তির হদিশ দিলে কেন্দ্রের তরফে আপনি পেতে পারেন ৫ কোটি টাকা অবধি পুরস্কার।
শুক্রবার এমনটাই ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স দফতর। এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে ইনকাম ট্যাক্স ইনফরম্যান্ট রিওয়ার্ড স্কিম ২০১৮। এই নয়া স্কিমে পুরানো নিয়ম কানুনের কিছু পরিবর্তন আনল কেন্দ্র। এখানে কালো টাকার হদিশ যদি কোনও ব্যক্তি পাইয়ে দেন সেক্ষেত্রে উদ্ধার হওয়া টাকার ১০ শতাংশ পুরস্কার ঘোষণা করবে সরকার। একইসঙ্গে, যে ব্যক্তি ওই সম্পত্তির হদিশ দিয়েছেন তাঁর নাম ও পরিচয় গোপন রাখা হবে। এবং ওই ব্যক্তিকে দেওয়া পুরস্কার মূল্য হতে পারে সর্বাধিক ৫ কোটি টাকা। শুধু তাই নয়, কর ফাঁকি দেওয়া ওই ব্যক্তির বিদেশে থাকা কোনও সম্পত্তির হদিশ দিতে পারলে সম্পত্তির পরিমান আরও বাড়বে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির কালো টাকার হদিশ দিতে পারলে সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পেতেন খবরদাতা। তবে সেখানে খুব বিশেষ সাফল্য পায়নি আয়কর দপ্তর। তাই পুরস্কার মূল্য আরও বাড়িয়ে কালো টাকার বিরুদ্ধে নিজেদের অভিযান আরও বাড়ানোর পথে এগোল কেন্দ্র।