নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে আয়োজিত হল প্রথম আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন করা হল। বিভিন্ন স্কুলের অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। এছাড়াও সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিলীপ সিং, রাম ভজন মাহাতো, মুন্সী নুরুল ইসলাম, মুকুল সেনগুপ্ত, পরিমল মিত্র, শরদিন্দু চক্রবর্তী এবং কোমল আগরওয়াল।
এই আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় শিলিগুড়ির ১২টি বিদ্যালয়ের ৯০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উদ্যোগতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, হাই জাম্পের মত দশটি ইভেন্ট রয়েছে। প্রসঙ্গত, ২৭-৩১ জানুয়ারি চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় (বিশেষ ভাবে সক্ষম) কৃতি পাঁচ ক্রীড়াবিদকে এই অনুষ্ঠানে সংবর্ধিত করে শিলিগুড়ি পৌরনিগম। এরা হলেন শুভজিৎ ঘোষ, পলি সাহা, প্রীয়ম চক্রবর্তী, শারণ দাস, শুভেচ্ছা রায়।