ডেস্ক: ‘বর্তমান সময়ে ইন্টারনেটের হাত ধরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশ তথা গোটা বিশ্ব। কিন্তু ইন্টারনেট বিষয়টা আজকের জিনিস নয়, লক্ষ বছর আগে মহাভারতের যুগে এই ভারতেই তৈরি হয়েছিল ইন্টারনেট।’ এটা আমার কথা নয়, বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় সদ্য গেরুয়া ধ্বজা ওড়ানো সাম্প্রতিক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথা। আগরতলার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবি করলেন ত্রিপুরিয় মুখ্যমন্ত্রী। খুব স্বাভাবিকভাবে তাঁর এই বক্তব্যে হাসির জোয়ার উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
আগরতলায় প্রজ্ঞা ভবনে গতকাল কম্পিউটারইজেশন অ্যান্ড রিফর্মস শীর্ষক একটি আলোচনায় অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ ছিল। তা না হলে ধৃতরাষ্ট্রকে কীভাবে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ দিয়েছিলেন সঞ্জয়? এটাই প্রমান করে ইন্টারনেট ও স্যাটেলাইট এখনকার নয় বহু যুগ আগের। আমেরিকা ইউরোপের মতো দেশগুলি দাবি করতেই পারে যে এগুলি তাঁদের আবিষ্কার কিন্তু লক্ষ বছর আগে আমাদের দেশেই তৈরি হয় এই উন্নত প্রযুক্তি।’
তবে এইটুকুতেই খান্ত থাকেননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যদি বর্তমান সময়েও দেখা যায়, তবে আমরা দেখছি এখনও প্রযুক্তির দিক থেকে শীর্ষে আমরা। কোনও কারণে কিছুটা অবন্তী হলেও আবার নিজেদের অবস্থানে ফিরে আসছি আমরা। মাইক্রোসফট আমেরিকার হতে পারে কিন্তু ের বেশিরভাগ ইঞ্জিনিয়র আমাদের দেশের। আমেরিকার বেশিরভাগ কোম্পানিগুলিতেই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে ভারতের ইঞ্জিনিয়ররা। আর এটা থেকেই ওটা প্রমান করা যায়।
মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল সাইটে তৈরি হয় হাসির জোয়ার। তাঁকে বিদ্রুপ করে টুইটারে কেউ কেউ মন্তব্য করেছে, ‘তবে কেন পান্ডবরা অনলাইনেই পাশা খেলল না, তবে তো দ্রৌপদীর আব্রু বাঁচত!’ আবার কারও মন্তব্য, ‘অবশ্যই সেকালে ইন্টারনেট ছিল আর ছিল বলেই কুন্তি সুর্যের থেকে কর্ণকে ডাউনলোড করেছিল।’