ipl news

মহানগর ওয়েবডেস্ক: করোনা ভাইরাসের জেরে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। কিন্তু আদৌ ওই সময় আইপিএল হবে কিনা, হলে কীই বা হবে নতুন ক্রীড়াসূচি, সেই নিয়ে রয়েছে একরাশ ধোঁয়াশা। এরই মাঝে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, আইপিএল হলেও কমিয়ে দেওয়া হবে এবারের মোট ম্যাচের সংখ্যা।

শনিবার সব ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষর সঙ্গে এক বৈঠকে বসে আইপিএলের গভর্নিং কমিটি। ওই বৈঠক শেষে দাদা বলেন, ‘যদি ১৫ এপ্রিল থেকে আইপিএল হয়, তার মানে আমরা ১৫টা দিন নষ্ট করে ফেলেছি। সেক্ষেত্রে আমাদের হয়তো মোট ম্যাচের সংখ্যা কমাতে হবে। কটা ম্যাচ কমানো হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমরা প্রতিমুহূর্তে দেশে করোনা পরিস্থিতির ওপর নজর রাখছি। মানুষের সুরক্ষা সবার আগে।’

তবে ম্যাচ কমানো ছাড়াও আরও কিছু দিক খোলা রাখছে বিসিসিআই। প্রথমত, আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হতে পারে। সেখান থেকে উভয় গ্রুপের সেরা দুই দল প্লে-অফে চলে যাবে। দ্বিতীয়ত, এক দিনে দুটি করে ম্যাচের সংখ্যা বাড়ানো হতে পারে। তৃতীয়ত, মাত্র তিন-চারটি ভেন্যুতে ম্যাচ হতে পারে। এর ফলে খেলোয়াড়দের সারা ভারত ঘুরে বেড়াতে হবে না।

উল্লেখ্য, ভারতে ক্রমশ নিজের প্রভাব বিস্তার করছে করোনা ভাইরাস। মৃত্যুও হয়েছে দুইজনের। এরপরেই শুক্রবার বিসিসিআই জানায় আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হচ্ছে। এছাড়া বাতিল করে দেওয়া হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজও। আর সেই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘মানুষের সুরক্ষা সবার আগে। তাই আমরা সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এবার দেখা যাক কী হয়।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here