IPL 2020 may be truncated, says Sourav Ganguly
ছোট করেই হতে পারে আইপিএল, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

মহানগর ওয়েবডেস্ক: এবছর আইপিএল যদি হয় তাহলে কাটছাঁট করেই হবে৷ এমনটাই জানাচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মারণ ভাইরাস করোনার সঙ্গে রীতমতো লড়ছে আইপিএল৷ আদৌ এই বছর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ হবে কি না সেটা নিয়েই রয়ে যাচ্ছে সংশয়৷

শনিবার দুপুরে বিসিসিআই-এর সদর দফতের আইপিএল গর্ভনিং কমিটির বৈঠক ছিল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে৷ সেখানে নতুন কোনও দিশা খুঁজে পাওয়া যায়নি৷ টুর্নামেন্ট ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই বলবৎ রয়েছে৷ জানানো হয়েছে দেশের মানুষের সুরক্ষাই সবার আগে৷ তারপর বাকি সব৷

বৈঠকের পর সৌরভ বলছেন, “আইপিএল যদি ১৫ এপ্রিল হয়, তাহলে এমনিই ১৫ দিন চলে যাবে৷ ফলে কাটছাঁট করেই করতে হবে৷ কিন্তু কীভাবে ছোট করা হবে বা কতগুলো ম্যাচ কমবে এই মুহূর্তে বলা সম্ভব নয়৷ আমরা প্রতি সপ্তাহে পরিস্থিতির ওপর নজর রাখব৷ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করেই চলব৷ আমরা সকলেই চাই আইপিএল হোক, কিন্তু মানুষের নিরাপত্তাও আমাদের দায়িত্বে৷ আমাদের আরও একটা সপ্তাহ লাগবে চারপাশের বিষয়টা বুঝতে৷ এখন শুধু বলতে পারি যে, আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত৷”

বিশ্বের ১১৬টি দেশের প্রায় দেড় লক্ষ মানুষ করোনায় আক্রান্ত৷৷ মৃতের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি৷ চিন, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইতালিতে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি৷ করোনায় থাবায় ভারত৷ এদেশে আক্রান্ত বেড়ে ৮৩, মৃত ২৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here