news sports

মহানগর ওয়েবডেস্ক: হাতে আর ঠিক পাঁচ দিন। ১৫ এপ্রিল কেন্দ্রীয় সরকার করোনা কেন্দ্রিক নয়া নির্দেশিকা নিয়ে আসবে। তারপরেই বোঝা যাবে এ বছর আদৌ আইপিএল হবে কি না! মারণ ভাইরাস যদি থাবা না বসাত তাহলে ২৯ মার্চ থেকেই শুরু হয়ে যেত ত্রয়োদশ আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ফের একবার খেলতে দেখা যেত আইসিসি-র বর্ষসের প্যাট কামিন্সকে।

ভারতের মাটিতে আইপিএল হওয়া নিয়ে রীতিমতো আশাবাদী অজি পেসার কামিন্স। কিন্তু তিনি বলছেন সবার আগে মানুষের সুরক্ষা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স বলেন, “সবার আগে নিরাপত্তা। তারপর সব কিছু স্বাভাবিক স্থিতিতে ফিরিয়ে আনা। কিছু সময়ের জন্য যদি আমাদের দর্শকশূন্য স্টেডিয়ামেও খেলতে হয়, আমরা রাজি। অন্তত পক্ষে সকলে বাড়িতে থাকলেও টিভিতে খেলা দেখতে পারবে।”

কামিন্স বলছেন ফাঁকা গ্যালারিতে খেলার অনুভূতিটা অন্যরকম হবে। তাঁর সংযোজন, “ভারতীয় দর্শকের সামনে খেলার অনুভূতিটাই আলাদা। ওঁরা প্রতিটা বলে গলা ফাটায়। সে ছয় হোক বা উইকেট। আমরা এই পরিবেশেই খেলতে ভালবাসি। অল্প সময়ের জন্য ওঁদের অভাব অনুভব করব ঠিকই। কিন্তু তাও আইপিএল হলে দারুণ একটা ইভেন্ট হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here