IPL Can Be Decided After April 15: Kiren Rijiju
'ক্রিকেট অলিম্পিক স্পোর্ট নয়, কেন্দ্রের নির্দেশিকার পরেই নির্ধারিত হবে আইপিএলের ভাগ্য'

মহানগর ওয়েবডেস্ক: ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়ে দিলেন যে, কেন্দ্রের নয়া নির্দেশিকা আসার পরেই নির্ধারিত হবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ভাগ্য৷ বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানিয়ে দিয়েছিল যে, ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ত্রয়োদশ আইপিএল৷ রিজিজু বলছেন যে, ১৫ তারিখের পর পরিস্থিতি বুঝে আইপিএল-এর আয়োজনের কথা হবে৷ তিনি বলছেন, ক্রিকেটের আগে মানুষের নিরাপত্তা৷

রিজিজু বলছেন, “আগামী ১৫ এপ্রিল কেন্দ্র করোনা নিয়ে নতুন পরামর্শ আর নির্দেশিকা নিয়ে আসবে৷ পরিস্থিতি বুঝেই সেটা হবে৷ বিসিসিআই একটা সংগঠন যারা ক্রিকেটের দেখভাল করে, কিন্তু খেলাটা অলিম্পিক স্পোর্ট নয়৷ কিন্তু এখানে প্রশ্নটা স্পোর্টিং ইভেন্টের নয়৷ জনগণের সুরক্ষার৷ আইপিএলের মতো ইভেন্টে হাজার হাজার দর্শক মাঠে আসে৷ কিন্তু খেলাটা শুধু ক্রীড়া সংগঠন বা ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে, দেশের সব মানুষের জন্য৷”

করোনার জন্য আইপিএল আয়োজকদের প্রায় রাতের ঘুম উড়ে গিয়েছে৷ চূড়ান্ত অনিশ্চিত টুর্নামেন্টের ভবিষ্যৎ৷ আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা নিয়মিত কনফারেন্স কল (কন-কল) করছেন ভাইরাস কবলিত ভারতের পরিস্থিতি পর্যালোচনার জন্য৷ কিন্তু কন কল করার পরেও ক্রিকেটের সবচেয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের ভাগ্য নির্ধারিত করতে পারেননি তাঁরা৷

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, এরকম অবস্থা চললে টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে৷ তাঁর বক্তব্য, “আইপিএল যদি ১৫ এপ্রিল হয়, তাহলে এমনিই ১৫ দিন চলে যাবে৷ ফলে কাটছাঁট করেই করতে হবে৷ কিন্তু কীভাবে ছোট করা হবে বা কতগুলো ম্যাচ কমবে এই মুহূর্তে বলা সম্ভব নয়৷ আমরা প্রতি সপ্তাহে পরিস্থিতির ওপর নজর রাখব৷ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করেই চলব৷ আমরা সকলেই চাই আইপিএল হোক, কিন্তু মানুষের নিরাপত্তাও আমাদের দায়িত্বে৷ আমাদের আরও একটা সপ্তাহ লাগবে চারপাশের বিষয়টা বুঝতে৷ এখন শুধু বলতে পারি যে, আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত৷”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here