ডেস্ক: ইরফান খানের অসুস্থতা নিয়ে বলিউডে শোরগোল পরে যায় গত দুমাস আগেই। তাঁর কি রোগ হয়েছে সেই বিষয়েও বিশ্লেষণ শুরু হয় বলিউডের অন্দরে। কিছুদিন পর ইরফান নিজেই জানান যে হাইগ্রেড নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে লন্ডনে চিকিৎসা দিন অবস্থায় আছেন তিনি। তবে এই রোগ খুব কম মানুষের হয় বলে কয়েকদিন আগেই জানা গিয়েছিল। তাই কার্যত কিছুটা অনিশ্চয়তার মধ্যে কাটাতে হচ্ছে ইরফানকে বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে এদিন মুখ খুলেছেন তিনি নিজেই।
নিজের অনিশ্চয়তার কথাও বলেছেন তিনি। তিনি বলেছেন যে এখন তিনি মাঝ সমুদ্রে এক নাবিক। যে স্রোতকে কোনদিনও নিয়ন্ত্রণ করতে পারবেন না। সময়ের তালে একদিন এই নাবিক ডুবেও যাবেন বলে তিনি জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন যে আর মাত্র আট মাস কিংবা চার মাস সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি নিজের এই বিষন্নতার মাঝে বেঁচে থাকার শক্তি হিসাবে তাঁর ভক্ত ও অপরিচিত মানুষদের যথেষ্ট প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাঁরাই হলেন তাঁর বেচে থাকার শক্তি বলে জানিয়েছেন তিনি।