ডেস্ক: কিছুদিন আগেই একটি সংবাদে শুনে সিনেমাপ্রেমীদের মন ভালো হয়ে গিয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছিল, কিংবদন্তী অভিনেতা ইরফান খান ভারতে ফিরছেন। চিকিৎসা সম্পূর্ণ করে ফের অভিনয়ে ফিরতে চলেছেন এই অভিনেতা। তাঁর আগে নাকি নাসিকে পুজোও দেওয়ার কথা ছিল। এমন খবর ঘুরছিল কাগজের পাতায়। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছেন ইরফান নিজেই। অভিনেতা নিজেই জানিয়েছেন, এই মুহূর্তে ভারতে ফিরছেন না তিনি। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল, দীপাবলিতে ভারতে ফিরতে পারেন ইরফান। কিন্তু তিনি নিজেই এই সব খবরকে মিথ্যা বলে দিয়েছেন। সূত্রের খবর, আমেরিকাতে এখনও চিকিৎসাধীন ইরফান। বেশ কিছুদিন সময়ও লাগবে তাঁর। পুরোপুরো সুস্থ হয়ে ওঠেননি ইরফান।
বছরের শুরুতেই আমরা জানতে পেরেছিলাম, যে কঠিন ক্যানসার রোগে আক্রান্ত হয়েছে এই অভিনেতা। দুদিন আগেই ‘হাইগ্রেড ক্যানসার’ জয় করে নিউইয়র্ক থেকে বাড়ি ফিরেছেন সোনালি বেন্দ্রে। কিন্তু ইরফানের ক্যানসারটি বেশ জটিল। সেই বিষয়ে আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। ইরফান এক সাংবাদিককে জানিয়েছেন, ”আমার কিছু গুরুত্বপূর্ণ টেস্ট বাকি আছে এখনও। তার উপর আমার চিকিৎসা নির্ভর করছে। ভারতে এই মুহূর্তে আসার কোনও ইচ্ছা নেই আমার। ইরফানের জন্য পরিচালক সুজিত সরকার ও বিশাল ভরদ্বাজ তাঁদের আগামী সিনেমার কাজ বন্ধ রেখেছেন। এই কথা দুই পরিচালক বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন। কারণ এই দুটি সিনেমাতেই মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ইরফানের।