মহানগর ওয়েবডেস্ক: মির্জাকে ভায়া করেই তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায় সমস্ত টাকার লেনদেন করেছিলেন। এসএমএইচ মির্জা গ্রেফতার হওয়ার পর মুকুলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তো? নাকি বিজেপি বলে সেই ফাঁসটা একটু আলগা হয়ে যাবে? এদিন সাংবাদিকদের সামনে সেই প্রশ্নই তুলে দিলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল।
এদিন ম্যাথু বলেন, মুকুল রায়ের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন মির্জা। কিন্তু উনি তো এখন বিজেপিতে। ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো? এই প্রশ্ন তুলে ধরেই ম্যাথু বলেন, ‘নিশ্চিত এটা দরকার। আমি রাজনীতিক নই। আমি বিচার চাই।’ পাশাপাশি মির্জা গ্রেফতার হওয়ার পরই তিনি জানিয়েছিলেন , আজকের দিন আমার জীবনের সবচেয়ে খুশির দিন। ২০১৬ সালে এই টেপ রিলিজ হয়। তখন এই তৃণমূল থেকে বলা হয় এটা কোনও রাজনৈতিক দলের চক্রান্ত, ম্যাথু স্যামুয়েলের পিছনে কেউ রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ আমার পিছনে পড়ে যায়, সমস্ত তথ্য যাচাইয়ের পর তারা পর্যন্ত মেনে নেয় যে এটা পুরোপুরি সাংবাদিক পদক্ষেপ ছিল।’
এদিকে ম্যাথুর বক্তব্যের পর সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য পেশ করেন মুকুল রায় বলেন, ‘ওরা ব্যবসা করার জন্য এসেছিল। আমি তখন মির্জার সঙ্গে ওদের দেখা করতে বলি। কিন্তু কোনও টাকার লেনদেনের কথা বলিনি।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ওরা বর্ধমানে ব্যবসা করতে এসেছিল। ব্যবসার জন্য জমি জায়গা পেতে গেলে পুলিশ সুপারদের লাগে।’