kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই৷ শহরের এমাথা থেকে ওমাথা৷ সন্দেহজনক কোনও জায়গাই বাদ রাখেননি তারা৷ এবার শহরের বাইরে বেরিয়ে জেলাতেও রাজীব কুমারের খোঁডজে পৌঁছলেন সিবিআই৷ দক্ষিণ ২৪ পরগনার পূজালিতে একটি নার্সিংহোমে রাজীবের খোঁজে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

শনিবার রাজীবের পার্কস্ট্রিটের বাড়িতেও হানা দেন গোয়েন্দারা৷ সেখানে গিয়ে এরই মধ্যে তাঁর বাড়ির পাঁচ কর্মীকে নোটিস ধরিয়েছে সিবিআই৷ জানতে চাওয়া হয়েছে শেষ কবে পার্কস্ট্রিটের এই বাড়িতে ছিলেন রাজীব কুমার৷ এই সরকারী আবাসন ছেড়ে তিনি বেরিয়েছেন বা কবে? শুক্রবার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে মোট সাতটি জায়গা তল্লাশি চালিয়েছিল সিবিআই৷ তারা পৌঁছায় দক্ষিণ ২৪ পরগনার আমতলার একটি রিসর্টেও৷ এরপর শনিবার সিবিআই টিম পৌঁছায় পূজালির এক নার্সিং হোমে৷ জানা গিয়েছিল, সেখানে নাকি আইসিইউতে ভর্তি রয়েছেন রাজীব৷ তবে সেখানে গিয়ে তেমন কিছুই পাওয়া যায় নি বলে খবর৷

এছাড়াও এদিন ভবানী ভবনে রাজীব কুমারের দফতরে গিয়েছিল সিবিআই টিম৷ গত শুক্রবার রাজীবের রক্ষাকবচ তুলে নেয় হাইকোর্ট৷ এরপর থেকে রাজীবকে গ্রেফতার করার জন্য কোমর বেঁধে নেমে পড়ে সিবিআই৷ তবে বারাসত জেলা দায়রা আদালতে আগাম জামিনের জন্য আবেদন করে রাজীবের আইনজীবী৷ সেই মামলার শুনানি এখন চলছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here