kolkata bengali desk

মহানগর ওয়েবডেস্ক: সাত তারিখের মধ্যে যদি মহারাষ্ট্রে সরকার গঠন না হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে মারাঠাভূমে। সম্প্রতি শিবসেনাকে রক্তচক্ষু দেখিয়ে এমনই শাসানি দিয়েছে বিজেপি। বিজেপির এহেন বক্তব্যের পর গেরুয়া শিবিরকে পাল্টা দিতে বিন্দুমাত্র কসুর করল না শিবসেনা। পাল্টা আক্রমণে এদিন শিবসেনার মুখপত্র ‘সামনায়’ প্রকাশিত এক প্রতিবেদনে বেশ কড়া প্রশ্ন তুলল শিবসেনা। বিজেপির চরম বিতর্কিত এই প্রশ্ন ছুঁড়ে গেরুয়া শিবিরের কাছে জানতে চাওয়া হল, ‘দেশের রাষ্ট্রপতি কি আপনাদের পকেটে থাকে?’

গত শুক্রবার মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী সুধীর মুনগানতিওয়ার শিবসেনাকে হুঁশিয়ারি দিয়ে জানান, ‘মহারাষ্ট্রে সরকার গঠনের পথে মূল বাধা শিবসেনা। তবে আগামী ৭ নভেম্বরের মধ্যে যদি সরকার গঠন না হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে মহারাষ্ট্রে।’ এর উত্তর দিয়েই এদিন সামনায় প্রকাশিত প্রতিবেদন শিবসেনার তরফে লেখা হয়, ‘৭ তারিখ রাষ্ট্রপতি শাসন জারি হবে। বাহঃ! মুনগানতিওয়ার ও তাঁর দলের মধ্যে কী ধরনের বিষ উগরে উঠছে তা এখান থেকেই প্রমাণ হয়। এই কথাই প্রমাণ করে, তবে কি রাষ্ট্রপতি ওদের হাতের মুঠোয়? নাকি, রাষ্ট্রপতির রবার স্ট্রাম্প বিজেপির পার্টি অফিস থেকে চালানো হয়?’

শুধু তাই নয়, সামনায় আরও লেখা হয়, যে নিজেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছে, সে যদি সরকার গঠনের জন্য দাবি পেশ করতে না পারে তবে সে দোষ কি মহারাষ্ট্রের? আমাদের রাষ্ট্রপতি শাসনের হুমকি দেবেন না। আইন, সংবিধান, গণতন্ত্র সবটাই আমাদের জানা আছে। মহারাষ্ট্রে যে ঝামেলা চলছে তাতে আগুন আমরা জ্বালাইনি। আর ওই রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারিতে আমাদের কিছু যায় আসে না। তবে যারা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে, তারা তো আগে সরকার গঠনের দাবি জানাক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here