ডেস্ক: দিশা পাটানি কিন্তু এবার সরাসরি ইয়র্কার মেরে ‘স্টাম্প নাড়িয়ে’ দিলেন রাহুলের। বলিউড তারকা দিশা পাটানির রূপে আর লাস্যে মোহিত গোটা দেশ। আর একই সাথে তিনি রীতিমত ঝড় তুলে দিয়েছেন ক্রিকেটার কেএল রাহুলের হৃদয়েও। সেই রাহুলই কিন্তু এবার মুগ্ধ দিশার সেই রূপেই। আর এক সাক্ষাতকারে রাহুল নিজেই ফাঁস করেছেন এই কথা।
সেই সাক্ষাতকারে রাহুল বলেন, তাঁর ‘সিক্রেট ক্রাশ’ হলেন দিশা পাটানি। তবে এর আগে আরও বেশ কয়েক জন বলি অভিনেত্রীর সাথে তাঁর সম্পর্ক নিয়ে শোনা গিয়েছিল গুঞ্জন। ‘মুন্না মাইকেল ছবির অভিনেত্রী নিধি আগারওয়ালের সঙ্গেও ডিনারে যেতে দেখা গিয়েছে ভারতীয় এই মারকুটে ব্যাটসম্যানকে। তবে এরপর যদিও নিধি জানান, তাঁরা আসলে ছোটবেলার বন্ধু, রাহুল যখন ক্রিকেটার হননি আর দিশাও যখন অভিনেত্রী হননি তখন থেকেই বন্ধু ছিলেন তাঁরা। আবার, এলিক্সিরনায়ারের সঙ্গেও নাকি বেস চুটিয়েই প্রেম করে চলেছেন টিম ইন্ডিয়ার এই ‘মাচো সুপারস্টার’ রাহুল।