মহানগর ওয়েবডেস্ক: পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ভারতেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। কোভিড ১৯ মোকাবিলায় তৎপর বিভিন্ন রাজ্য। নোভেল করোনা ঠেকাতে এবার বিদেশ থেকে আগতদের নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করল রাজ্য সরকার। ১৪ দিন হোম আইসোলেশনে থাকলেই সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ১৫,০০০ টাকা।
হোম আইসোলেশনে থাকাকালীন সময়ে তাঁদের ওপর নজর রাখবে স্বাস্থ্য দফতর। সরকারি হেল্প লাইন নম্বর বা পোর্টালে অনলাইনে নাম নথিভুক্ত করার বিশেষ ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগ নিয়েছে ওড়িশা সরকারের। নবীন পট্টনায়ক সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
সরকারের পক্ষ থেকে নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন মুখ্যসচিব একে ত্রিপাঠি। এর মধ্যেই যাঁরা বিদেশ থেকে এসেছেন তাঁদেরকে মঙ্গলবার সকাল ছটা থেকে বৃহস্পতিবার সকাল ছটার মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশিকা লাগু হওয়ার পর থেকে যাঁরাই বিদেশ থেকে ওড়িশায় আসবেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। নির্দেশিকা অমান্য করলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে।