kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: বিক্রমের বিক্রম সেই কবেই শেষ হয়ে গিয়েছে৷ লক্ষ্যের খুব কাছে এসেও অধরা থেকে গিয়েছে চন্দ্রস্পর্শ৷ তাতে কী? শুধুতো বিক্রম নয় তার সঙ্গী রা এখনও কাজ করে চলেছে৷ উল্লেখ্য ৭ সেপ্টেম্বর বিক্রমের চাঁদের মাটিতে পা দেওয়ার কথা ছিল৷ সেইমতো মধ্যরাতে বেঙ্গালুরুতে ইসরো কর্তাদের সঙ্গে ঐতিহাসিক ঘটনার টাটকা অভিজ্ঞতা নিতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে চাঁদের মাত্র ২ কিলোমিটার কাছে এসে বিক্রম গায়েব হয়ে যায়৷ ইসরোর সঙ্গে সে সমস্ত সম্পর্ক ছিন্ন করে৷ মহা চিন্তায় পড়ে যান উপস্থিত বিজ্ঞানীরা৷ অবশেষে ছবি দেখলেন তাঁরা চাঁদের৷ তারমদ্যে আবার সূর্যের বিকীরণ৷

এদিনের পর চন্দ্রায়ণ -২ অভিযান পুরোপুরি ব্যর্থ বলা যাবে না আর৷ বিক্রম অকেজো হয়ে গেলেও আইআইআরএস অনবোর্ড থেকে চাঁদের পূর্ণ ছবি পেয়েছ ইসরো৷ বিজ্ঞানীদের বক্তব্য, এই ছবি থেকে চাঁদ সম্পর্কে কিছুটা হলেও ধারমা পাওয়া গিয়েছে৷ এর আগে ভাবা গিয়েছিল পুরোপুরি ব্যর্থ হয়েছে চন্দ্রায়ন ২৷ তবে সেইসময় ইসরো প্রধান বলে ছিলেন এখনও আশা শেষ হয়নি৷ তাঁর কথাই ফলল৷

এদিনের এই ছবি তেকে চাঁদের ভৌগোলিক অবস্থান সহ বেশ কিছু তথ্য জানা গিয়েছে ৷ এমনটাই দাবি ইসরোর৷ চাঁদের গায়ে অতি সুক্ষ্ম সূর্য রশ্মিও এই ছবিতে দেখা গিয়েছে ৷ যার দৈর্ঘ্য ০.৮-৫.০ মাইক্রো মিটার৷ বিক্রমের পতনের পর ১৫ দিন চন্দ্রায়নের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিল না ইসরো৷ এবার চন্দ্রায়ন ছবি পাঠানোয় অনেকটাই স্বস্তিতে ইসোরর বিজ্ঞানীরা৷ সোজা কথায় চন্দরকলার ছবি তুলেছে চন্দ্রায়ন -২৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here