national news

Highlights

  • বরাবরের জন্যই বিতর্কিত তিনি
  • তা সে গোমূত্রে ক্যানসার সারানো হোক বা গান্ধীর হত্যাকারীকে দেশপ্রেমী আখ্যা দেওয়াই হোক
  • দেশদ্রোহীদের গালে সপাটে চড় কষাবে এই ঘুড়ি

মহানগর ওয়েবডেস্ক: বরাবরের জন্যই বিতর্কিত তিনি। তা সে গোমূত্রে ক্যানসার সারানো হোক বা গান্ধীর হত্যাকারীকে দেশপ্রেমী আখ্যা দেওয়াই হোক, বিতর্ক সর্বদা ঘিরে রয়েছে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞাকে। এহেন সাধ্বী প্রজ্ঞাই এবার সরকারের বিরুদ্ধে বিদ্রোহকারীদের উদ্দেশ্যে জোর বার্তা দিলেন ঘুড়ি উড়িয়ে। সম্প্রতি সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে ঘুড়ি ওড়ালেন সাংসদ আর সেই ঘুড়িতে তুলে ধরা হল মোদী সরকারের একের পর এক কৃতিত্ব। এহেন উৎসব মঞ্চে একের পর ঘুড়ি উড়িয়ে সাধ্বী জানিয়ে দিলেন, ‘দেশদ্রোহীদের গালে সপাটে চড় কষাবে এই ঘুড়ি।’

এদিন সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে মধ্যপ্রদেশে এক ঘুড়ি উৎসবে আসেন সাংসদ সাধ্বী প্রজ্ঞা। সেখানেই প্রতিটি ঘুড়িতে মোদী সরকারের একের পর এক কর্মকাণ্ডকে সম্মান জানিয়ে তার কথা লেখা হয় ঘুড়িতে। একাধারে সেখানে যেমন ছিল কেন্দ্রীয় সরকারের সিএএ আইন, পাশাপাশি ছিল জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ও রাম মন্দিরের মতো বিষয়গুলি। ছিল সিএএ আইন বিরোধীদের জন্য ধিক্কারও। এই ঘুড়ি উৎসবে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘এটা সেই জয়ের চিহ্ন যা প্রমাণ করে আমাদের দেশ উন্নতির শিখরে উঠেছে।’ এরপরই তাঁর আরও দাবি, ‘এই ঘুড়িই দেশদ্রোহীদের গালে সপাটে চড় কষাবে।’

প্রসঙ্গত, দেশের একাধিক রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সিএএ আইন মধ্যপ্রদেশে লাগু করা হবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী কমলনাথকে উদ্দেশ্য করে রীতিমতো আক্রমণ শানিয়ে সাধ্বী প্রজ্ঞা জানান, ‘এই আইন গোটা দেশেই লাগু করা হবে। কারণ গোটা দেশ এই আইনকে চায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here