ডেস্ক: গত সপ্তাহে শাহরুখের অফিস থেকে বের হওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন জ্যাকলিন ফার্নান্ডেজ। এ বিষয়ে প্রশ্ন করা হলে শ্রীলঙ্কাসুন্দরী জানান, ‘ভুলবশত’ চলে এসেছেন তিনি। জ্যাকলিনের এধরনের উত্তর স্পষ্ট করে দেয় সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন তিনি। শাহরুখের তরফ থেকেও কোনো রকম মন্তব্য করেননি এ বিষয়ে।
দীর্ঘদিন ধরেই গুজব উঠেছিল, শাহরুখের ‘ডন ৩’ ছবিতে দেখা যাবে জ্যাকলিনকে এবং সম্ভবত কাজের বিষয়ে আলোচনাই জ্যাকলিনের এমন ভুলের কারণ। সলমন খানের কাছের বন্ধু এবং হিরোইন রূপে বেশ পরিচিতি জ্যাকলিনের। অনেকেই মনে করছেন শাহরুখের সঙ্গে কাজের ব্যাপারটি ভাইজান ভালো চোখে দেখবেন না। আর সেজন্যই হয়তো সব কিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না কেউ।
বলিপাড়ায় দুই খানের বিপরীতে কাজ করা নিয়ে অলিখিত কিন্তু বেশ স্পষ্ট নিয়ম আছে। দীপিকা পাডুকোনকে এখনও পর্যন্ত সলমন খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি। প্রসঙ্গত জ্যাকলিন এখন সলমনের সঙ্গে ‘রেস ৩’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।