kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: হাতে মাত্র ৯ দিন বাকি। ‘সাহো’ মুক্তির আগে কোনও রকম ত্রুটি রাখতে চাইছেন না নির্মাতারা। প্রচারে লেগে পড়েছেন প্রভাস-শ্রদ্ধা। বিভিন্ন শহর ঘুড়ে ‘সাহো’-র প্রচারে দেখা যাচ্ছে তাঁদের। তবে এবার প্রভাসের সঙ্গে নাম জড়াল শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নেন্ডিজের। কিন্তু কেন? ‘সাহো’ ছবির একটি স্পেশাল গানে ‘বাহুবলী’-র সঙ্গে দেখা গিয়েছে এই সুন্দরীকে। দুজনের কেমিস্ট্রি  ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে। ‘ব্যাড বয়’ গানে ধরা পড়েছে জ্যাকি-প্রভাসের সিজলিং কেমিস্ট্রি। হোয়াইট টপ এবং হট প্যান্টে উষ্ণতা ছড়িয়েছেন জ্যাকলিন। তবে জানেন কী এই গানটির জন্য অভিনেত্রী কত পারিশ্রমিক নিয়েছেন? সূত্রের খবর, প্রভাসের সঙ্গে কোমর দোলানোর জন্য জ্যাকলিন পেয়েছেন ২ কোটি টাকা। এর আগে কোনও অভিনেত্রীকে আইটেম গানের জন্য এত টাকা দেওয়া হয়নি।তাছাড়াও শোনা গিয়েছিল, ‘সাহো’-র জন্য প্রভাস নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সেই বিষয়ে অভিনেতা জানান, যেহেতু ছবির বাজেট ৩৫০ কোটি টাকা, তাই তিনি ৮০ কোটি পারিশ্রমিক নিয়েছেন।

 ‘সাহো’-র পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজিথ। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে। এমনকি এই তিনটি ভাষাতেই ডাবিং করেছেন প্রভাস। যদি তামিল এবং তেলেগু ভাষাতে অভিজ্ঞ হলেও ‘বাহুবলী’ প্রভাস হিন্দি একদমই বলতে পারেন না। ছবির ট্রেলার লঞ্চে এসে অভিনেতা জানিয়েছেন, ‘হিন্দি লিখতে এবং বুঝতে কোনও অসুবিধে নেই। তবে বলতে গিয়ে হোঁচট খেতে হয়েছে। কারণ প্রথমবার হিন্দিতে কথা বলছি এবং ডাবিংয়ের ক্ষেত্রেও একটু অসুবিধে হয়েছিল। পরে সবকিছু ঠিক হয়ে গেছে।’ যদিও প্রভাসের ‘বাহুবলী’ ছবির পর থেকেই ভক্তরা নতুন ছবির আশায় বসেছিলেন। সেই আশাটা পূরণ হবে ৩০ অগস্ট। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, মন্দিরা বেদী, জ্যাকি শ্রফ, নীল নীতিন মুকেশ, চাঙ্কি পাণ্ডে সহ অনান্য অভিনেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here