মহানগর ওয়েবডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস৷ তিনি হাসপাতালে ভর্তি থাকাকালীন তাকে দেখতে আসনে রাজ্যপাল জগদীপ ধনকর৷ সাক্ষাত করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও৷ বৃহস্পতিবার যাদবপুর ক্যাম্পাসে অশান্তি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস৷ তাকে ততক্ষণাত ঢাকুরিয়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়৷
শনিবার সন্ধা নাগাদ বাড়ি ফেরেন উপাচার্য৷ এর আগে ওইদিন সকাল ১০টা নাগাদ তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকর৷ পরে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর পাঠানো পুস্পস্তবক তুলে দেন তাঁর হাতে৷ বৃহস্পতিবার ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে ধুন্ধুমার চলাকালীন পড়ুয়াদের ধস্তাধস্তির মধ্যে পড়েন উপাচার্য৷ এমনিতেই উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর৷ ধস্তাধস্তিতে পড়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হাসপাতালে ভর্তির সময় তাঁর রক্তচাপ ছিল ১৬০/৯০৷ এছাড়াও ওইদিন তাঁর অবস্থা গুরুতর থাকায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়৷
বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভের সময় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে রাজ্যপালের সচিব সকলেই পুলিশ ডাকতে বলেছিলেন উপাচার্যকে। কিন্তু উপাচার্য সেই প্রস্তাবে রাজি হননি। উপাচার্যকে ফোন করে রাজ্যপালও পুলিশ ডাকার কথা বলেছিলেন। উপাচার্য তখনও জানিয়ে দেন, তিনি পুলিশ ডাকবেন না, দরকার হলে ইস্তফা দেবেন৷