Home মহানগর 24x7 Exclusive ‘মধুবালা’র চরিত্রে অভিনয় করতে চান জাহ্নবী!

‘মধুবালা’র চরিত্রে অভিনয় করতে চান জাহ্নবী!

0
‘মধুবালা’র চরিত্রে অভিনয় করতে চান জাহ্নবী!
Parul

ডেস্ক: এখন বলিউডের চোখ জাহ্নবী কাপুরের উপর। শ্রীদেবী কন্যাকে নিয়ে বলিউডে এখন মাতামাতি। আগামী ২০ শে জুলাই মুক্তি পাবে তাঁর ডেবিউ সিনেমা ‘ধড়ক’। কিন্তু সেই বিষয়ে নার্ভাস নেই জাহ্নবী। কারণ জাহ্নবী জানিয়েছেন যে অভিনেত্রী মধুবালা,ওয়াহেদা রাহেমন ও মিনা কুমারী, এই চরিত্রগুলির বায়োপিকে তিনি অভিনয় করতে যান। কারণ এই সকল চরিত্রগুলি তাঁর খুব পছন্দের চরিত্র। জাহ্নবী জানিয়েছেন যে ”আমি এই চরিত্র গুলি দেখতে দেখতে বড় হয়েছি। এই চরিত্রগুলি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি তাঁদের অভিনীত সিনেমাগুলি দেখে অনুপ্রাণিত হই।” নিজের সিনেমা নিয়ে চিন্তিত নন তিনি।

জাহ্নবী জানালেন যে ”আমি খুবই খুশি আমার প্রচার নিয়ে। আমি নিজের লেখা পড়ছি কাগজে। আমার সিনেমা মুক্তির অপেক্ষায়। আমি নিজের সম্বন্ধে সবাইকে জানাতে পারছি। এটা অনেক বড় প্রাপ্তি আমার কাছে। তবে আমি কিন্তু এইসব কিছুকে মাথায় তুলছি না। মানুষ আমাকে নিয়ে বলছে। কিন্তু আমি সেই গুলো সিনেমার মাধ্যমে জানাতে চাই তাঁদের।” আগামী শুক্রবার অর্থাৎ ২০ জুলাই মুক্তি পাবে জাহ্নবী কাপুর অভিনীত ‘ধড়ক’। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রীদেবী কন্যাকে। পাশাপাশি এই সিনেমাতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইশান খট্টরকে। পরিচালক শশাঙ্ক খৈতান পরিচালিত এই সিনেমাটি মারাঠি ব্লকবাষ্টার ‘শৈরত’ সিনেমার হিন্দি রিমেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here