arun-jaitley

মহানগর ওয়েবডেস্ক: শ্বাসকষ্ট নিয়ে ৯ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ সেই মূহুর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকলেও পরে স্থিতিশীল ছিলেন জেটলি৷ তবে আবারও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি৷

শুক্রবার রাতে দিল্লির এইমসে তাঁকে দেখতে পৌঁছন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ হাসপাতালে আগে থেকেই উপস্থিত ছিলেন হর্ষবর্ধন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে তাঁকে৷ তাঁর চিকিত্সার দায়িত্বে রয়েছে বিশেষজ্ঞ চিকিত্‌সকদের একটি টিম৷

চিকিত্‌সার জন্য এবছর আমেরিকায় গিয়েছিলেন বছর ছেষট্টির জেটলি৷ সেইসময় তাঁর মন্ত্রক সামলেছিলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল৷ তাঁর হয়ে বাজেটও পেশ করেছিলেন গোয়েল৷ শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ নির্বাচন থেকেও সরে দাঁড়ান অরুণ জেটলি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here