ডেস্ক: জামাইষষ্ঠী হল বাঙালি জামাইদের ঘিরে শ্রেষ্ঠ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে ঘিরে বিগবাজার ও এফবিবি নিয়ে এল বিশাল সম্ভার। বিগ বাজার বাঙালির যে কোন অনুষ্ঠানকে সাড়ম্বরে পালন করে। তাই জামাইষষ্ঠী সেই তালিকা থেকে বাদ যায় কেন? তাই এই বছরে বাংলার শ্রেষ্ঠ জামাই খুঁজতে নেমে পড়েছে বিগ বাজার। এই অনুষ্ঠানের শুভ আরম্ভ করতে উপস্থিত ছিলেন অভিনেতা আবীর চ্যাটার্জী। পাঁচ ধরনের জামাই নিয়ে হাজির ছিল বিগবাজার। জিনচ্যাক জামাই,জ্যাজি জামাই,জাঙ্ক জামাই,জমাট জামাই ও জমকালো জামাই। এই নতুন ধরনের অনুষ্ঠান প্রসঙ্গে আবির জানিয়েছেন যে ”এটা খুব একটা অভিনব প্রয়াস।
এটা মজার জিনিষ। প্রত্যেক বাড়িতে শ্বাশুড়িরা চায় তাঁদের জামাই শ্রেষ্ঠ হোক। তাই জন্য বিগবাজারের এই উদ্যোগের মাধ্যমে যে কোন শ্বাশুড়ি বা জামাইরা খেলায় যোগদান করতে বলেন।” শুধু তাই নয় বিগবাজারের এফবিবি জামাইষষ্ঠী হিসাবে নতুন ধরনের পোশাকের সম্ভার এনেছে। তাছাড়াও জামাইষষ্ঠী উপলক্ষ্যে ২৫০০ টাকা কেনাকাটা করলে ১০০০ টাকার ক্যাশব্যাক অফার থাকবে বলে জানিয়েছেন বিগবাজার কর্তৃপক্ষ।