Home Latest News প্রেম করার জন্য আমার বাবা-মা দু’জনেই টিপস দিতেন: জাহ্নবী কাপুর

প্রেম করার জন্য আমার বাবা-মা দু’জনেই টিপস দিতেন: জাহ্নবী কাপুর

0
প্রেম করার জন্য আমার বাবা-মা দু’জনেই টিপস দিতেন: জাহ্নবী কাপুর
Parul

ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিড হলেন জাহ্নবী কাপুর। সিনেমায় নামার আগেই তাঁর জনপ্রিয়তা ছিল চরমে। কারণ তাঁর মা বলিউডের প্রথম মহিলা সুপারস্টার। শ্রীদেবী-র জন্যই তাঁর মেয়ে জাহ্নবীর খ্যাতি আসে অনেক আগেই। করণ জোহার প্রযোজিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন জাহ্নবী। কিন্তু লাইমলাইটে আসার আগেই তাঁর বিষয়ে একটি খবর প্রায় প্রকাশ্যে আসতে থাকে। ২১ বছরের এই অভিনেত্রীর সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অক্ষত রঞ্জন ও ইশান খাট্টার-এর। তাছাড়াও তাঁর জীবনে প্রচুর ছেলের নাম জড়িয়েছে কিন্তু প্রত্যেকবারেই জাহ্নবী প্রেম নিয়ে অস্বীকার করে দিয়েছেন।

এক ম্যাগাজিনের সাক্ষাৎকার দেওয়ার সময় জাহ্নবী জানিয়েছেন সত্যি কথাটি। তাঁর বক্তব্য,”বাড়িতেই প্রেম নিয়ে আলোচনা হত। কিন্তু কেন জানি না। আমার মা ও বাবা দু’জনেই প্রেম নিয়ে নানা যুক্তি দিত। তাঁদের যুক্তি ছিল, যখন কোনও একটি ছেলেকে ভালো লাগবে। সোজাসুজি তাঁকে মুখের উপর বলে দেবে। সেটা শুনে আমি অবাক হয়ে যেতাম। আমরা ইচ্ছা করলেই ভালোলাগার মানুষটার সঙ্গে বিয়ে করতে পারিনা”। পাশাপাশি জাহ্নবীকে প্রশ্ন করা হয় ইশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। এই বিষয়ে জাহ্নবী জানিয়েছেন, ”গুজবে অনেক কিছুই বলা হয়। তাঁরা একসময় বলেছিল আমি আমার ছোটবেলার বন্ধুর সঙ্গে প্রেম করি। বেচারা সে এখন আমার সঙ্গে ভয়ে বাইরে ঘুরতে যায় না”। বলিউডে আপাতত বেজায় ব্যস্ত শ্রীদেবী কন্যা। করণ জোহারের প্রযোজনায় পরপর দুটি সিনেমায় অভিনয় করার কথা জাহ্নবীর। মুঘল সাম্রাজ্যের পটভূমিতে করণ জোহারের ‘তখত’ সিনেমাতে এক দাসীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবীকে। তাছাড়াও গুঞ্জন সাক্সেনার বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here