kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ভারতীয় দলের জন্য বড় ধাক্কা! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে শুরু হতে চলা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের এক নম্বর বোলার যশপ্রীত বুমরাহ। পিঠের নিচের অংশের হাড়ে হালকা চিড় ধরা পড়েছে এই স্পিডস্টারের। তাঁর ফলে তিন টেস্টের সিরিজে নেই তিনি। সম্প্রতি বিসিসিআইয়ের রেডিওলজিকাল স্ক্রিনিংয়ে বুমরাহের চোট ধরা পড়ে।

বিসিসিআইয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,

‘এবার ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরাহের রিহ্যাবিলিটেশন চলবে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখবে।’

বিসিসিআইয়ের এক কর্তা জানান,

‘বুমরাহের চোট খুবী সামান্য। কিন্তু কেউ ঝুঁকি নিতে রাজি নন। এই অল্প চোট নিয়ে খেললে পড়ে তা বাড়াবাড়ি হতে পারে। সেই কারণেই ওকে রিহ্যাবে পাঠানো হচ্ছে। সেখানে ডাক্তাররা ওর ওপর নজর রাখতে পারবেন।’

বুমরাহের চোটের কারণ হিসেবে অবশ্যই উঠে আসছে তাঁর বোলিং অ্যাকশন। সাধারণত কোনও পেস বোলারের বলের স্পিডের ৬০% আসে তাঁর রান আপ থেকে প্রাপ্ত মোমেন্টাম থেকে। কিন্তু বুমরাহ খুব ছোট রান আপ নিয়েও ১৪০ প্লাস স্পিডে বল করতে পারেন। ফলে তাঁর শরীরের উপর চাপ অনেকটাই বেশি পড়ে। এছাড়া তাঁর বোলিং অ্যাকশনও বড়ই অদ্ভুত। যার ফলে ব্যাটসম্যানরা তাঁর বল অনুধাবন চট করে করতে পারেন না। কিন্তু এটাই তাঁর শরীরের পক্ষেও ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। বুমরাহের ওই ডেলিভারির কারণে তাঁর পিঠের ওপর চাপ অনেকটাই বেশি পড়ে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here