নিজস্ব প্রতিবেদক: মুখ্যমন্ত্রীকে ‘রক্ত পিপাসু’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। হালিশহরে দুষ্কৃতী হামলায় আহত হন গেরুয়া শিবিরের কর্মীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে।
আহত বিজেপি কর্মীদের কল্যাণী হাসপাতালে দেখতে আসেন বিজেপি নেতা জয়প্রকাশ। এরপরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী রক্ত পিপাসু। তাঁর নির্দেশেই বিজেপি কর্মীদের রক্ত ঝরছে। প্রসঙ্গত, শনিবার হালিশহরে দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় সৈকত ভাওয়াল নামে এক বিজেপি কর্মীর। আর সেই প্রেক্ষিতেই এই কথা বলেন জয়প্রকাশ বাবু।
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, মমতাকে খুন করার চেষ্টা করছে বিজেপি। কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের লোকেরাই বিজেপি কর্মীদের মারছে। নির্বাচনে হার জেনে এইসব বলে সহানুভূতি কুড়োচ্ছে তৃণমূল। তারপরেই হালিশহর থেকে বিজেপি নেতা জয় প্রকাশ ‘রক্তপিপাসু’ বলে আক্রমণ করেন মমতাকে।