jishu
দক্ষিণী ছবিতে যিশু

মহানগর ডেস্কঃ হিন্দি ছবিতে তো তিনি নিয়মিত মুখ হয়ে উঠেছেনই, এ বার দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও পরপর কাজ পাচ্ছেন যিশু সেনগুপ্ত। আবারও নানীর তেলুগু সিনেমা ’শ্যাম সিংহ রায়’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যিশু। নানীর ৩৭তম জন্মদিনে শ্যাম সিংহ রায় –এর পরিচালক প্রথম পোস্টার প্রকাশ্যে আনেন। ছবির পরিচালক রাহুল সংকৃত্যান।

আজ এই ছবির পরিচালক, নীহারিকা এন্টারটেইনমেন্ট টুইটারে যিশু সেনগুপ্তের একটি ছবি পোস্ট করে। নানী এই প্রথম পরিচালক রাহুল সংকৃত্যানের সঙ্গে কোনও ছবিতে সহযোগিতা করছেন। পোস্টার দেখে মনে হচ্ছে ছবিটি একেবারে অন্যরকম হতে চলেছে।

উল্লেখ্য, নানী বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘টাক জগদীশ’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। কোরোনা ভাইরাসের জেরে টাক জগদীশের ছবির শুটিং বন্ধ করতে হয়েছিল। তবে এখন ছবিটি সম্পূর্ণ তৈরি এবং মুক্তির জন্য প্রস্তুত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here