national news on faiseel

Highlights

  • জনসুরক্ষা আইনে গ্রেফতার প্রাক্তন আইএএস অফিসার শাহ ফায়জল
  • গত বছর ১৪ অগস্ট থেকে শাহ ফায়জল প্রিভেন্টিভ কাস্টডিতে ছিলেন
  • গত বছর তাঁকে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়

মহানগর ওয়েবডেস্ক: জন সুরক্ষা আইনে জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গ্রেফতার করায় তোলপাড় হয়েছে দেশ৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন আইএএস অফিসার ও জম্মু কাশ্মীর পিপলস মুভমেন্ট পার্টির প্রধান শাহ ফায়জল৷ তাঁকেও পিএসএ-তে গ্রেফতার করা হল৷ ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি, আলি মহম্মদ সাগর, সারতাজ মাদানি, হিলাল লোনে, নাইম আখতারকে আগেই এই আইনে গ্রেফতার করা হয়েছে৷ গত বছর ১৪ অগস্ট থেকে শাহ ফায়জল প্রিভেন্টিভ কাস্টডিতে ছিলেন৷ তাঁকে আটক করা হয়৷ পরে স্থানান্তরিত করা হয় শ্রীনগরের এমএলএ হস্টেলে৷

এটা এখনও পরিষ্কার নয় যে, শাহ ফায়জলকে এমএলএ হস্টেলের সাব জেলে রাখা হবে কিনা৷ এটি এমন একটি আইন যা জম্মু ও কাশ্মীরে ১৯৭৮ সালে তৈরি করা হয়েছিল। এই আইন অনুযায়ী, যেকোনও ব্যাক্তিকে মামলা না চালিয়েই সর্বাধিক ২ বছরের জন্য জেল হেফাজতে রাখা হতে পারে৷ এই আইনের ব্যবহার করে এর আগেও ওমর আব্দুল্লার বাবা এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আব্দুল্লাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও জানানো হচ্ছে যে এই আইন ব্যাবহার করে ভারত সরকার প্রাক্তন আইএএস আধিকারিক শাহ ফায়জলের উপর নজরদারি বাড়ানোর চেষ্টা করছে। সেই আইনেই এবার তাঁকে গ্রেফতার করা হল৷

সরকারের বিরুদ্ধে মুখ খোলার মাশুল আগেও তাঁকে দিতে হয়েছে। গত বছর অগস্টে তুরস্ক যাওয়ার আগে দিল্লি থেকে তাঁকে আটক করা হয় তাঁকে৷ ইস্তানবুল রওনার আগেই এক ট্যুইট করেছিলেন প্রাক্তন আইএএস ও জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্টের নেতা শাহ ফয়জল। এরপরেই তাঁকে আটক করা হয় দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এক সাংসদ, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক নেতাদের সঙ্গে উপত্যকায় আটকের তালিকায় যুক্ত হয়ে যায় ফয়জলের নাম। কী কারণে, আটক ফয়জল? উত্তর এড়ায় জম্মু-কাশ্মীর প্রশাসন। এমনকী এখন তাঁকে জনসুরক্ষা আইনে গ্রেফতার করার কারণ নিয়েও কোনও উত্তর নেই প্রশাসনের কাছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here