satyapal malik

মহানগর ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজ্যপাল থাকার সময়ই একাধিক বিতর্কে নিজের নাম জড়িয়ে ফেলেছিলেন সত্যপাল মালিক। তিনি জম্মু-কাশ্মীর থেকে গোয়ায় স্থানান্তরিত হয়েছেন বটে। তবে বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। সেই উপত্যকার রাজ্যপাল পদ নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন গোয়ার রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি কোনও রাখঢাক না রেখেই সটান জানিয়ে দিয়েছেন, উপত্যকার রাজ্যপালের কোনও কাজ থাকে না। তাদের কাজই হল মদ খাওয়া এবং গলফ খেলা।

রবিবার যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের একটি অনুষ্ঠানে গিয়ে এহেন মন্তব্য করেন সত্যপাল মালিক। তাঁর এই বক্তব্যের ভিডিয়োও প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনাআই। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘রাজ্যপালের কোনও কাজ থাকে না। যিনি জম্মু কাশ্মীরের রাজ্যপাল হন তাঁর কাজ হচ্ছে মদ্যপান করে গলফ খেলা। অন্যান্য রাজ্যের রাজ্যপালরাও একেবারে আরামে জীবন কাটান, বিবাদে জড়ানো থেকে দূরেই থাকেন।’

তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। অনেকেই প্রশ্ন তুলছেন, একটা রাজ্যের রাজ্যপালের মতো পদে থেকে তাঁর এই ধরনের মন্তব্য কি আদৌ শোভা দেয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here