ডেস্ক: মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এস্কুয়েদার অনুস্পস্থিতিতে দলের আক্রমণভাগকে কার্যত একার বুট জোড়ায় টেনেছিলেন জবি জাস্টিন। এস্কুয়েদা আসার পরেও অবশ্য কাজ এখনও বাকি রয়েছে। একেবারে অন্তিম ল্যাপে এসেও বাকি রয়েছে ‘আই লিগ ২০৮-১৯’ নামক থ্রিলারের অন্তিম পর্ব। এমন সময় বিপক্ষ ফুটবলারের উপর থুথু ছিটিয়ে জবি জাস্টিন নিজে তো বিপাকে পড়লেনই, কোচের কপালেও রেখে গেলেন চিন্তার অতিরিক্ত একটি ভাঁজ। ফেব্রুয়ারির তিন তারিখ জবি জাস্টিনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে গেল সেই শুনানির দিন। আগামী পাঁচ তারিখ শুনানি হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, বিশেষ কাজের জন্য ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির একাধিক সদস্য উপস্থিত থাকতে পারবেন না তিন তারিখ। তাই শুনানির তারিখ পিছিয়ে করা হয়েছে পাঁচ তারিখ।
উল্লেখ্য, ঘটনাটি ঘটে ইস্টবেঙ্গল- আইজল ম্যাচের দ্বিতীয়ার্ধে। তখন ম্যাচ জেতার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কলকাতার অন্যতম প্রধান। সেই সময়ে হঠাৎ-ই আইজলের করিমের সঙ্গে ঝামেলায় জড়ান জবি। করিমকে নাকি থুতুও ছেটান লাল-হলুদ স্ট্রাইকার। ঘটনাটি নজর এড়ায় রেফারির। এর কিছু পরেই জবিকে লাথি মারেন করিম। রেফারি তাঁকে লাল কার্ড দেখান।
এখানেই আপত্তি তোলে আইজল। তাদের দাবি কেন জবিকে কিছু বলা হল না। সেই নিয়ে ফেডারেশনে অভিযোগ জানায় তারা। একদিনের মধ্যেই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি অন্তর্বর্তীকালীন নির্বাসিত করে জবি ও করিমকে।
ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন, ‘প্রাথমিকভাবে জবি ও করিম, উভয়কেই দোষী মনে হয়েছে। আগামী ৩ মার্চ ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হবে। ততদিন এই দুই ফুটবলারকে নির্বাসিত করা হল।’