ডেস্ক: ফের চিন্তার ভাঁজ উত্পত্তি হল সইফ আলি খান, তাব্বু, সোনালী বেন্দ্রে এবং নীলমের কোঠারীর কপালে। কৃষ্ণসার হরিণ মামলায় অব্যাহতি পেলেন না এই তারকারা। সম্প্রতি এই নিয়ে তাঁদের বিরুদ্ধে যোধপুর আদালতে জারি হল নোটিশ।
বছরখানেক আগে এই মামলা থেকে অব্যাহতি আর্জি জানিয়ে যোধপুর আদালতে আবেদন করেন সইফ, সোনালী, তাব্বু এবং নীলমরা। তবে এতে বাদ সাধলেন সলমানের আইনজীবী। তাঁর মতে, তিনি যে দোষের জন্য শাস্তি পাচ্ছেন, সেই একই দোষ দোষী বাকি অভিনেতারাও। ফলে তাঁদেরও প্রাপ্য দোষ পাওয়া উচিত। এর পরিপ্রেক্ষিতে যোধপুর আদালতে পিটিশন করেছেন সলমানের আইনজীবী। যার জেরে সম্প্রতি জারি হল নোটিশ।
প্রসঙ্গত, ‘হাম সাথ সাথ হ্যায়’ শ্যুটিংয়ের সময় যোধপুরে একটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সলমান। যার জেরে ১৯৯৮ থেকে চলা এই কেস থেকে এখনও নিষ্পত্তি পাননি ভাইজান। গতবছর এই মামলার জেরে হাজতবাসও করতে হয় তাঁকে। অবশেষে ১০ হাজার টাকা ফাইন দিয়ে জামিন পান তিনি।