ডেস্ক: ‘বাহুবলি’ দেখে দর্শকদের মনে ইচ্ছা তৈরি হয়েছিল এই সিনেমার দ্বিতীয় পর্ব দেখার। তাই প্রত্যাশা মতই বাহুবলির তুলনায় বাহুবলি সিনেমার দ্বিতীয় পর্ব আয় করে তিনগুণ। কারণ বাহুবলির ঘটনাকে দুটি পার্টে রিলিজ করিয়েছিলেন পরিচালক রাজা মৌলি। এবারে সেই স্ট্র্যাটেজি নিতে চলেছেন পরিচালমক রাকেশ রোশন। তাঁর নিজস্ব ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’ নিয়ে এই চিন্তাভাবনাই করেছেন তিনি। বলিউডে খবর যে রাকেশ রোশন ‘কৃষ’ সিনেমা দুটি ভাগে একসাথে শ্যুট করবেন তিনি। অর্থাৎ ‘কৃষ ৪’ ও ‘কৃষ ৫’ একসাথে শ্যুটিং হয়ে মুক্তি পাবে দুটি পার্টে। এক্ষেত্রে প্রথম পার্ট ও দ্বিতীয় পার্টের মধ্যে গল্প মিলিয়ে থাকবে।
কিন্তু এইসব এখন আলোচনা পর্যায় আছে। এই বিষয়ে রাকেশ রোশন এখনও অফিসিয়ালি কিছু জানাননি। তবে কৃষের ভূমিকায় হৃত্বিক থাকবে এটা নিশ্চিত করেছেন রাকেশ। হৃত্বিক আপাতত ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘সুপার থার্টি’ শুটিং নিয়ে। গোটা উত্তর ভারত জুড়ে চলছে এই সিনেমার শুটিং। এটা একটি বায়োপিক বলে জানা গিয়েছে। গণিতজ্ঞ আনন্দ কুমার জীবনি নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। চলতি বছরেই মুক্তি পাবে এই সিনেমা।