jyati-shah

মহানগর ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের কমল সরকারকে খাদের কিনারে দাঁড় করিয়ে বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দিল্লিতে রাজকীয় সেই যোগদান পর্বের পর বৃহস্পতিবার সকাল সকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সিন্ধিয়া। সেই সাক্ষাতের পর শাহ ও রাজনাথের সঙ্গে হাসিমুখের ছবি তুলে টুইটও করলেন তিনি।

বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে মধ্যপ্রদেশের ভিভিআইপি কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার যোগদানের সময়ে সেখানে উপস্থিত থাকতে পারেননি অমিত শাহ। সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বেই সম্পন্ন হয় এই যোগদান পর্ব। এর ঠিক পরই বৃহস্পতিবার সকালে দিল্লিতে অমিত শাহের বাসভবনে উপস্থিত হন সিন্ধিয়া। এই সৌজন্য সাক্ষাতে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় তাঁদের। সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ সারার পর নিজের টুইটারে একটি টুইট করেন অমিত শাহ। যেখানে তিনি লেখেন, ‘আমি নিশ্চিত সিন্ধিয়ার আগমন মধ্যপ্রদেশের মানুষকে সেবা করার বিজেপির যে লক্ষ্য তা আরও বেশি করে সফল হবে।’

দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার পর সিন্ধিয়া সেখান থেকে বেরিয়ে সোজা যান দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে। সেখানেও তাঁর দীর্ঘ কথা হয় মধ্যপ্রদেশের নবাগত এই বিজেপি নেতার। হাসি মুখে রাজনাথ সিংয়ের সঙ্গে ছবি তুলে বাড়ি থেকে বের হওয়ার পর একটি টুইট করেন সিন্ধিয়া। যেখানে তিনি লেখেন, ‘প্রতিরক্ষামন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা রাজনাথ সিংয়ের দিল্লির বাসভবনে সৌজন্য সাক্ষাতের করলাম আজ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here