নিজস্ব প্রতিবেদক, বারাসত: একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র চলছে। নির্বাচনে লড়তে সব রাজনৈতিক দল টাকা নেয়। তাই আমিও চাঁদা নিয়েছি। হাসপাতালে বিশেষ পরিষেবা ইউনিট উদ্বোধনে এসে এমনটাই জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একই কথা নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা স্বীকার করে নিয়ে কাকলি ঘোষ দস্তিদার আরও বলেন, প্রাপ্তিস্বীকার করা হয়েছে। যেহেতু কোর্টের নির্দেশে অনুসন্ধান চলছে তাই সে বিষয়ে যথাস্থানে বক্তব্য ও তথ্য পেশ করা হয়েছে।
শনিবার বারাসাত হাসপাতলে নবনির্মিত ব্লাড ব্যাংক ও উপাদান পৃথকীকরণ ইউনিট উদ্বোধন করেন বারাসাতের সাংসদ। উপস্থিত ছিলেন জেলাশাসক চৈতালী চক্রবর্তী ও হাসপাতালের সুপার ডাক্তার সুব্রত মন্ডল। ৩০০০ বর্গফুট আয়তন বিশিষ্ট এই ব্লাড ব্যাংক ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বলে জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। এই নতুন ইউনিটের মাধ্যমে একদিকে রক্ত সংকটের চাহিদা মিটবে, পাশাপাশি বিভিন্ন প্রকার রোগীরা (ডেঙ্গু,অগ্নিদগ্ধ রোগী,রক্তাল্পতা) উপকৃত হবে বলে জানান সুপার।