Home মহানগর 24x7 Exclusive ভারতে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাবে ‘ভুবন মাঝি’

ভারতে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাবে ‘ভুবন মাঝি’

0
ভারতে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাবে ‘ভুবন মাঝি’
Parul

ডেস্ক: দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডের গেরোয় আটকে ছিল ‘ভুবন মাঝি’। বাংলাদেশে মুক্তি পায় গত বছর ৩রা মার্চ। কিন্তু টানা লড়াইয়ের পর ভারতে গত শুক্রবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় এই সিনেমা। এমনিতেই সেন্সরের গেড়োয় বাংলা সহ অনেক সিনেমা আটকে আছে। তাঁর মধ্যে আছে দাঙ্গা ডা রায়াট এবং যৌথ প্রযোজনায় আলেয়া। কিন্তু দীর্ঘদিনের লড়াই এর পর ভারতে ব্যবসা করতে পারবে এবার ‘ভুবন মাঝি’। ছবিটির পরিচালক হলেন ফাখরুল আরেফিন খান।

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ইতিমধ্যেই সিনেমাটি চারটি মহাদেশে প্রদর্শিত হয়ে গেছে। ৪৩ সালের গল্প বা ইতিহাসের পটভূমিতে তৈরি এই সিনেমা। মুখ্য চরিত্র পাগল যুবক নহির সাঁই -এর যুদ্ধ ও অশান্ত পরিবেশের মাঝে নিজেকে খোঁজার যুদ্ধ হল মূল গল্প। পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশপাশি এই সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী অপর্না ঘোষ। খুব শীঘ্রই ভারতে মুক্তি পাবে ‘ভুবন মাঝি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here