মহানগর ওয়েবডেস্ক: অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পর গাই হার্সবার্গের সঙ্গে নাম শোনা যায় কালকি কেকল্যা। চলতি মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সঙ্গে ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। তবে এবার সুখবর দিলেন কালকি। জানা গিয়েছে অভিনেত্রী মা হতে চলেছেন। পাঁচ মাসের অন্তঃস্বত্তা থাকার অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। পাশাপাশি তাঁর জীবনে এসেছে পরিবর্তন, বলে জানান অভিনেত্রী। এখন নিজেকে সময় দিতে চান এবং বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন কালকি।
সম্প্রতি এক সাক্ষাতকারে মা হতে চলার অভিজ্ঞতার শেয়ার করেছেন অভিনেত্রী। কালকি বলেন, ‘এখন থেকেই আমি অনেক পরিবর্তন দেখতে শুরু করে দিয়েছি। আগের থেকেও বেশি আমার ইচ্ছে শক্তি এবং ধৈর্য্য বেড়ে গিয়েছে। যখন তোমার জীবনে মাতৃত্ব আসে, তখন তুমি আরও বেশি সচেতন হয়ে যাও। আমি এখনও কাজ করে চলেছি, কিন্তু আগের থেকে একটু কম। পাশপাশি বাড়িতে থাকলে আমি ফোন সুইচ অফ করেদি। এবং আমি চেষ্টা করি যতটা সময় বাড়িতে থাকব নিজের মতো করে থাকব। পার্টনারের সঙ্গে যোগাসন করা গান শোনা এবং হাঁটতে যাওয়া পছন্দ করি।’ কালকিকে শেষ দেখা গিয়েছিল ‘গল্লি বয়’-তে।