kamal-bravo news

খবরের বিশেষ মুহূর্ত

  • কমল হাসান ও ডোয়েন ব্রাভোর সাক্ষাৎ
  • ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • ডোয়েন ব্র্যাভোর অটোগ্রাফ করা টি-শার্ট উপহার পেলেন কমল হাসান
  • ব্র্যাভোর অটোগ্রাফ পেয়ে উচ্ছ্বসিত কমল হাসান

মহানগর ওয়েবডেস্ক: এই দুই সেলিব্রেটির অনুরাগীদের সংখ্যা কম নয়। তবে এরা যে একে অপরের ‘জাবরা ফ্যান’ তা হয়ত কেউই বা জানত।এঁদের প্রথম সাক্ষাৎই হয়ে উঠল জীবনের সেরা মূহুর্ত। বুধবার, একটি অনুষ্ঠানে চেন্নাইয়ে হাজির হন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ডোয়েন ব্র্যাভো। দক্ষিণ তারকা কমল হাসানের সঙ্গে দেখা করলেন তিনি। দুজনের এই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।  অভিনেতার সঙ্গে বেশকিছুক্ষণ কথাও বলেন তিনি।

 

bravo-kamal kolkata news

ডোয়েন ব্র্যাভোর অটোগ্রাফ করা টি-শার্ট উপহার পেলেন কমল হাসান। ব্র্যাভোর অটোগ্রাফ পেয়ে উচ্ছ্বসিত কমলও। তবে তাঁদের দুজনের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি। কয়েক মিনিটের সাক্ষাতের পরই অনুষ্ঠানে দিকে রওনা হন ডোয়েন ব্র্যাভো। খুব শীঘ্রই ‘ইন্ডিয়ান ২’ নিয়ে আসতে চলেছেন অভিনেতা। এই ছবিতে কাজ করছেন রাকুল প্রীত সিং। মুক্তি পাবে আগামী বছরে।পাশাপাশি শোনা যাচ্ছে, রজনীকান্তের সঙ্গে কাজ করতে পারেন তিনি। এক জনপ্রিয় পরিচালক এই দুই তারকাকে ছবিতে নেওয়ার পরিকল্পনা করছেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই প্রথম তামিল সিনেমায় কমল-রজনীকান্তের জুটি দেখা যেতে পারে। যা নিঃসন্দেহে তাঁদের ভক্তদের কাছে এক বিরাট ব্যাপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here