ডেস্ক: ‘বিশ্বরুপম’ সিনেমা মুক্তি নিয়ে নানান অভিযোগ উঠেছিল। যার জন্য কামাল হাসান বলেই দিয়েছিলেন তিনি ভারত ছেড়ে চলে যাবেন কোনদিনও ভারতে কোন অভিনয় করবেন না। সেই ঘটনার পর আবারও এই সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে আসছেন কামাল হাসান। এবারের বিষয় বিশ্ব সন্ত্রাসবাদ। কিন্তু এবারেও একই সমস্যা যদিও তামিল এবং তেলেগু ভাষায় ‘U’ সার্টিফিকেট পেয়েছে কিন্তু হিন্দিতে মুক্তি পাওয়ার পর সেটা ১৭ টা কাট ও ‘UA’ সার্টিফিকেট দিয়ে মুক্তি পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে।
সেন্সর বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে “সমগ্র দেশের জন্য আমরা সেন্সরশিপের একটি অভিন্ন কোড নাও থাকতে পারি। তামিল, তেলেগু এবং হিন্দী সংস্করণগুলি বিশ্বরূপমকে তিনটি স্বাধীন চলচ্চিত্র হিসাবে সেন্সর করতে হবে কারণ প্রতিটি ভাষা তার বিভিন্ন সাংস্কৃতিক জগৎ-এর সাথে আসে। উদাহরণস্বরূপ, আমরা মালয়ালাম চলচ্চিত্রের অনেকগুলি অত্যন্ত স্পষ্ট যৌন সামগ্রী খুঁজে পেয়েছি যা তামিলনাডু বা অন্ধ্র প্রদেশের মধ্যে গ্রহণযোগ্য হবে না। “” এই যুক্তি দিয়েছেন সেন্সর বোর্ডের নির্মাতারা। কিন্তু এই বিষয়ে নারাজ কামাল হাসান। অবশ্য কামাল হাসান এই সিনেমার বিষয়ে মুখ খোলেননি। সূত্রের খবর, এই সিনেমায় মূলত কাঁচি চলেছে বেশিরভাগ মৌখিক বন্ধন, রাজনীতি এবং সন্ত্রাসী সংগঠনগুলির উল্লেখ তাই কাটা হয়েছে।”