sports news

মহানগর ওয়েবডেস্ক: করোনা এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের কারোর প্রাণ কাড়েনি। কিন্তু সেদেশে আক্রান্তের সংখ্যা ২৬২। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রম ও অক্লান্ত প্রয়াসের জন্যই করোনা সেভাবে বাসা বাঁধতে পারেনি ওই দেশে।

ডাক্তারদের কাজের ভূয়সী প্রশংসা করলেন কেন উইলিয়ামসন। কিউয়ি ক্যাপ্টেন কলম ধরেছেন সে দেশের প্রথমসারির দৈনিক ‘দ্য নিউজিল্যান্ড হেরাল্ড’-এর হয়ে। সেখানেই তিনি সকল স্বাস্থ্যকর্মীদের কুর্নিস জানালেন।

কেন লিখছেন, “সবাই বলে স্পোর্টসপাসর্নরা প্রচণ্ড চাপ নিয়ে খেলে। কিন্তু সত্যিটা হলো আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন এমন কিছু করি যেটাকে ভালবাসি, আমরা খেলি। কিন্তু আসল চাপ হলো নিজের জীবনের পরোয়া না-করে অন্যের জীবন বাঁচানোয়।”

এই যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান বলছেন যে, ডাক্তারদের দায়িত্বশীলতা প্রশ্নাতীত। কেনের সংযোজন,” ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা কী অসম্ভব একটা দায়িত্বের কাজ করছেন। সেরার সেরা মানুষরাই সেটা পারেন। আমাদের ভেবেও ভাললাগে যে, পুরো নিউজিল্যান্ডের সমর্থন রয়েছে ওনাদের সঙ্গে। আমরা এক হয়েই এই কঠিন সময় থেকে বেরিয়ে আসব। আর তার সবচেয়ে বড় কারণ ওনারা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here