ডেস্ক: বলিউডে এখন প্রেমের মেজাজ। একের পর এক হট জুটির বিয়ে হয়ে গিয়েছে গত বছরে। চলতি বছরেও কিছু বিয়ের সম্ভাবনা আছে, তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল রণবীর কাপুর ও আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। কিন্তু এত প্রেমের মাঝেও বেশকিছু সিঙ্গেল তারকাও আছেন যারা কমিটেড হতে চান। তাঁদের মধ্যে অন্যতম হলেন কঙ্গনা রানাওত। কিছু বছর আগেও হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর প্রেম নিয়ে নানা কথা ওঠে। কিন্তু সেই গুজব কেটে গিয়েছে বহুবছর আগেই। কিন্তু বলিউডের কুইনের জীবনে কোনও পুরুষের অস্তিত্ব নেই? ইন্ডিয়া টুডের কনক্লেভে কঙ্গনাকে এই প্রশ্নটি করা হয়।
কঙ্গনা জানান, ”আমারও ভালোলাগার মানুষ আছেন। প্রত্যেক মানুষের জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ থাকেন। ভালোবাসা ছাড়া কারোর জীবন সম্পূর্ণ হয়না। জীবনে ভালোবাসতে গিয়ে ধাক্কা খেয়েছি আমি। কিন্তু আমি সহজেই সেইন জায়গা থেকে সরে আসি। কিন্তু বর্তমানে আমার জীবনে একজন বিশেষ কোনও ব্যক্তি আছেন যাকে আমি খুব ভালোবাসি। তবে রোজের দেখা করা কিংবা প্রেম নিবেদন করা সবকিছু শুধু সময়ের নষ্ট। আমাদের মধ্যে বন্ডিং এতটাই ভালো সেটা আলাদা করে বলার দরকার নেই। আমার যা বয়স এখন শুধু আমার সঙ্গী দরকার, যে আমার পাশে থাকবে।” তাঁকে জিজ্ঞাসা করা হয় তাহলে কী আপনি প্রিয়াঙ্কা বা দীপিকার পথে হেঁটে বিয়ে করবেন খুব শীঘ্রই? এই প্রশ্নের উত্তরে কঙ্গনা জানান, ”অবশ্যই আমি বিয়ে করব। আমারও পরিবার হবে। যদিও পপুলেশন আমাকে ভাবায় তবুও আমি বিয়ে করবই। আমার বয়স যখন ২০ বছর ছিল, আমি প্রেম নিয়ে অন্য কিছু ভাবতাম। কিন্তু এখন বয়স বেড়েছে সিদ্ধান্ত নিতে শিখেছি।”