kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: দশবার খেলা হলে বিরাটের ভারত এই পাকিস্তানকে সাতবার হেলায় হারাবে৷ এমনটাই মনে করেন তিরাশির কাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ৷ তাঁর কথায়, ভারত পাকিস্তানের চেয়ে অবশ্যই ভাল দল৷ তবে ম্যাচের সময় কী হবে তা জানেন কেবল ঈশ্বর৷ পাশাপাশি তিনি বিরাটদের খোলামনে চাপমুক্ত হয়ে স্বাভাবিক খেলার উপদেশ দেন৷ তিনি জানান, নিজে ভারতীয় বলে ভারতকে এগিয়ে রাখছি, এমন ভাববার কোনও কারণ নেই৷ নিরপেক্ষ ক্রিকেটীয় যুক্তিতে তুল্যমূল্য বিচারে ভারত এগিয়ে থাকবে৷ বিরাটকে নিজের থেকে বড় অধিনায়ক হিসাবে এগিয়ে রাখলেন পাজি৷ তাঁর কথায় কোহলি এখন বিশ্বের এক নম্বর ক্রিকেটার৷ মহেন্দ্র সিং ধোনির বলিদান বিতর্ক নিয়ে তিনি জানান, মাহির দেশপ্রেম সত্যি প্রশংসনীয়, তবে সাবইকে আইন মেনে চলতে হয়৷

যশপ্রীত বুমরাতে মজেছেন হরিয়ানা হ্যারিকেন তিরাশির কাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ৷ তিনি জানান, প্রথমবার আমি যখন বুমরাকে দেখেছিলাম তখন মনে হয়েছিল ও লম্বা রেসের ঘোড়া নয়৷ আজ আমাকে ও ভুল প্রমাণিত করেছে৷ নিজের কথা ফিরিয়ে নিচ্ছি৷ বিশ্বের সেরা ফাস্ট বোলার দলে থাকাটা সবসময় স্বস্তির৷ বুঝতে হবে আমরা অনেকটাই এগিয়েছি৷ এত কম ছুটে এমন গতিতে বল করতে আমি কোনও ফাস্ট বোলারকে দেখিনি৷ বুমরার প্রতি আমার একটাই উপদেশ আগামী পাঁচবছরের কথা মাথায় রেখে নিজেকে পুরদস্তুর ফিট রাখো৷

নিজের সময়ের পাকিস্তান আজকের চেয়ে অনেক ভাল দল ছিল বলে সাফ মনে করেন কপিল দেব৷ সেইসময়েও এমন উত্তেজনা ছিল৷ তাঁর কথায় পাকিস্তানের সঙ্গে ম্যাচ মানেই তা হাই ভোল্টেজের হয়৷ বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে বার বার ভারতের কাছে পাকিস্তানের হার প্রসঙ্গে তিনি মনে করেন, চাপ নেওয়ার দিক থেকে ভারত সবসময়েই পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকে বলেই বিশ্বকাপের মতো মঞ্চে আমাদের হারাতে পারে না পাকিস্তান৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here