kapil sharma

Highlights

  • মেয়ের ছবি সামনে আনলেন কপিল শর্মা
  • মায়ের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেল তাঁকে
  • কমেডি শো নিয়ে ব্যস্ত রয়েছেন কপিল শর্মা

 

মহানগর ওয়েবডেস্ক: গত ডিসেম্বরে কপিল এবং গিন্নির বাড়িতে আসে নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দেন গিনি। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে এই খবর শেয়ার করেন কপিল শর্মা। এবার নিজের মেয়ের ছবি সামনে আনলেন তিনি। কমেডিয়ানের মায়ের জন্মদিন উপলক্ষে বাড়ির ছোট সদস্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কপিল। মূহুর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়।

 ছবিতে দেখা যাচ্ছে তিনি মেয়েকে কোলে নিয়েছেন, সঙ্গে তাঁর চোখে জল চলে আসে। পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা। পাশপাশি এই অনুষ্ঠানে দেখা গেল আরেক কমেডিয়ান ভারতী সিংকে। পাশাপাশি কপিলের কমেডি শোয়ের সকল সদস্যরা উপস্থিত ছিলেন এখানে। এই প্রথম মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।

 ২০১৮-এ পাঞ্জাবী রীতি মেনে বিয়ে করেন কপিল শর্মা এবং গিন্নি। এরপর মুম্বইয়ে বলিউড সেলিব্রেটিদের জন্য গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেন তাঁরা। রিসেপশনে হাজির ছিলেন অনিল কাপুর, রণবীর সিং-দীপিকা পাডুকোনের মতো তারকারা। আপাতত, নিজের কমেডি শো নিয়ে ব্যস্ত আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here