ডেস্ক: ‘কফি উইথ করণ’-এরএই সিজনের শুরু থেকেই একের পর এক চমক দিয়েছেন করণ। কখনও ভাই-বোন। আবার কখনও স্বামী-স্ত্রীকে এনে এবারের ‘কফি উইথ করে’-এর আসর জমিয়েছেন। ফের সেই পথে হেঁটেই চমক দিতে চলেছেন করণ জোহার। সূত্রের খবর, এবার করণের সঙ্গে কফি খেতে আসবেন তামিলের বিখ্যাত তারকা প্রভাস,রানা ডুজ্ঞুবাটি ও ‘বাহুবলি’ খ্যাত পরিচালক এস এস রাজা মৌলী। গতকাল রাতে এই বিষয়ে নিশ্চিত করেছেন করণ। তিনি জানিয়েছেন, ”আমার গর্বের কফি এপিসোড হবে এটি। বাহুবলি টিমের সঙ্গে বড় চমক আসছে”। এই প্রথমবার করণের শোতে দেখা যাবে প্রভাস ও রানাকে। কার্যত এটাই বড় চমক হতে চলেছে বলাই বাহুল্য। বাহুবলি সিরিজের অন্যতম প্রযোজক ছিলেন করণ জোহার।
সিনেমার কথা বলতে গেলে, এই মুহূর্তে রানার হাতে প্রচুর সিনেমার কাজ আছে। সেই তালিকায় রয়েছে, এনটি আর-এর বায়োপিক, যেখানে তাঁকে চন্দ্রবাবু নাইডুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তাছাড়াও ‘হাতি মেরে সাথি’ এবং ‘হিরন্য কাশ্যপ’ সিনেমাতেও দেখা যাবে রানাকে। বলিউডে ‘হাউসফুল-৪’ সিনেমার মাধ্যমে ফের একবার কমেডিতে দেখা যাবে রানাকে। অপরদিকে প্রভাসকে দেখা যাবে শ্রদ্ধা কাপুরের বিপরীতে ‘সাহু’ সিনেমাতে। এই সিনেমাতে নীল নিতিন মুকেশ ও মন্দিরা বেদীকে দেখা যাবে খলনায়কের চরিত্রে অভিনয় করতে। এই সিজনে এখনও পর্যন্ত করণের সঙ্গে কফি খেতে উপস্থিত হয়েছেন রণবীর সিং,ক্যাটরিনা কাইফ, বরুন ধাওয়ান, জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, আমির খান ইত্যাদি আরও অনেককে।