ডেস্ক: মাত্র ২৬ বছর বয়স। আর সেই বয়সে মারা গেলেন অভিনেতা করণ পারানজাপি। টেলিভিশন জগৎ-এ জনপ্রিয় তারকা ছিলেন তিনি। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল সেই বিষয়ে জানা যায়নি এখনও। সূত্রের খবর, ঘুমের মধ্যেই হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন তিনি এমনটাই জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনু্যায়ী ,মুম্বইয়ের বাড়িতে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ মৃত অবস্থায় উদ্ধার করে করনের দেহ। টেলিভিশন জগৎ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। তাঁর অভিনীত ধারাবাহিক হল ‘দিল মিল গ্যায়’,’সঞ্জীবনি’, মত ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
জিগনেস নামে বিখ্যাত তিনি। তাঁর সবথেকে প্রিয় বন্ধু করন ওয়াহি একটি ছবি পোষ্ট করেন। বন্ধুর মৃত্যুতে নিজে ভেঙ্গে পড়েছেন করণ ওয়াহি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া টেলি মহলে।