নিজস্ব প্রয়িনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেছগ্রাম এলাকায় একটি রেশন দোকানে ছদ্মবেশে হানা দিয়ে বিভিন্ন রেশন সামগ্রীর দুর্নীতি ধরে ফেললেন খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান। রেশন ডিলার রামপদ মাঝি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এমনটাই অভিযোগ।
রেশনের চাল গম ওজনে কম দেওয়া। রেশন গ্রাহকদের সঙ্গে ডিলার কী ধরনের ব্যবহার করে সেটা দেখতে সরেজমিনে ছদ্মবেশে গ্রাহকদের সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালেন এবং সাধারণ গ্রাহকদের সঙ্গে কথাও বললেন। রেশন দোকান খুলে ঘণ্টার পর ঘন্টা লাইনে গ্রাহকদের দাঁড় করিয়ে নিজে বাড়িতে টিফিন করতে চলে যাওয়া, বাটখারাতে জালিয়াতি ও কেরোসিন তেল দেওয়ার জায়গার বিকৃতি সবই ধরলেন হাতে নাতে। গ্রাহক দের সঙ্গে কথা বলে এদিন তিনি অভিযোগও শোনেন। রেশন ডিলারকে সাবধান করে বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবেনা ।