kolkata bengali news, katrina and salman

মহানগর ওয়েবডেস্ক: ২০১৯-এ আইফার অনুষ্ঠানে তারকাদের চাঁদের হাট বসেছিল। রণবীর সিং থেকে শুরু করে দীপিকা পাডুকোন,আলিয়া ভাট, সারা আলি খান, বরুণ ধাওয়ানের মতো তারকারা উপস্থিত ছিলেন। তবে এরই মাঝে ক্যাটরিনার প্রতি সলমানের উৎসাহ সবার নজর কেড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। দেখা গিয়েছে, মঞ্চে ক্যাটরিনা ওঠা মাত্রই আনন্দে লাফিয়ে ওঠেন সলমান এবং অভিনেত্রীর নাম ধরে ডাকতে শুরু করেন। দর্শকাশনে বসে ক্যাটরিনার গানের সঙ্গে কোমর দোলাতেও ভুললেন না সলমান।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, উপস্থাপকরা ক্যাটরিনার নাম নিতেই চেয়ার থেকে উঠে দাঁড়ান সলমান এবং অভিনেত্রীর নাম ধরে ডাকতে শুরু করলেন। ‘ঠগস অব হিন্দস্তান’-এর ‘সুরাইয়া জান লেগি কেয়া’ গানে কোমর দুলিয়েছেন ক্যাট। মঞ্চে অভিনেত্রীর নাচ, অঙ্গভঙ্গিতে ‘ঘায়েল’ হয়ে পড়েন সলমান। নেট দুনিয়ার এই ভিডিয়োটি ভাইরাল হওয়া মাত্রই ‘ভাইজান’-এর ভক্তরা আনন্দে লাফিয়ে ওঠেন। যদিও এক সময় অভিনেতার ভক্তরা ক্যাটরিনাকে ‘ভাবিজান’ বলে ডাকতেন। কিন্তু সলমানের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনার নাম শোনা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। যদিও সেই সম্পর্ক বেশীদিন দীর্ঘস্থায়ী হয়ে ওঠেনি। তবে ক্যাটরিনার জন্য সবসময়ই মন এবং ঘরের দরজা খুলে রাখেন সলমান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here