bengali news on kerala church

Highlights

  • কেরালা চার্চে অভিনব প্রতিবাদ
  • ছেলেদের মাথায় স্কাল ক্যাপ
  • মেয়েদের পরনে হিজাব, কণ্ঠে ক্রিসমাস ক্যারল

 

মহানগর ওয়েবডেস্ক: নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল দেশ৷ কেরালা চার্চে অভিনব প্রতিবাদ দেখাল তরুণতুর্কিরা৷ ছেলেদের মাথায় স্কাল ক্যাপ অর্থাৎ মুসলিমদের বিশেষ টুপি এবং মেয়েদের পরনে হিজাব৷ তাঁদের কণ্ঠে ক্রিসমাস ক্যারল৷ কেরালা চার্চের এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷ সারা দেশ হিংসার মুখোমুখি৷ সেই পথে এঁরা যাননি৷ চার্চে ক্যারল গাইলেন৷ তবে মুসলিমদের বিশেষ ট্রেডমার্কে৷ এখানে এইভাবে ধর্মনিরেপক্ষতার বার্তা দিল তরুণতুর্কিরা৷ কেরালার পাথানামথিট্টার সেন্ট থমাস মার থমা চার্চের এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷

ভিডিও-তে ক্যাপশন- উদ্বাস্তুদের ক্রিসমাস পালন৷ মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়৷ এটা ভারত৷ কেউ ধর্মীয় ঐক্যে বাধা দিতে পারে না৷ দেশের মুসলিমদের প্রতি সহানুভূতি দেখাতে কীভাবে এখানে আসরে নেমেছেন তরুণতুর্কিরা৷ নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে নীরবে প্রতিবাদ জানান তরুণতুর্কিরা৷


চার্চ কর্তৃপক্ষের বক্তব্য, সারা দেশকে বার্তা দিতেই এই প্রতিবাদ৷ কোথাও কোনও তর্জন গর্জন হিংসা নেই৷ আছে নীরব প্রতিবাদ এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বার্তা৷ সারা দেশ হিংসার আগুনে জ্বলছে৷ এর থেকে বাদ নেই জামা মসজিদ চত্বর৷ শুক্রবারের নমাজের দিনও এর থেকে বাদ যায়নি৷ এই অবস্থায় কেরালার চার্চ সাক্ষী থাকল শান্তিপূর্ণ বিক্ষোভের৷ বার্তা দিল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের৷ তবে কোনও কোনও গণ্ডগোল তৈরি হল না৷ শান্তির আবহে অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল চার্চ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here