ডেস্ক: সন্তোষ ট্রফি ফাইনালে বাংলার হাত থেকে অভাবনীয় জয় ছিনিয়ে নিল কেরল। অতিরিক্ত সময় খেলা গড়িয়ে যাওয়ার পর টাইব্রেকারে বাংলাকে ৪-২ গোলে পর্যুদস্ত করল কেরল।
দুই অর্ধেই প্রচুর সহজ সুযোগ নষ্ট করে দুই দল। টানটান উত্তেজনার হাইভোল্টেজ ম্যাচে প্রথম অর্ধেই ১৯ মিনিটে গোল করে কেরলকে অ্যাডভান্টেজ দিয়ে দেন কেরলের এমএস জিতিন। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিতে গোল করে বাংলাকে সমতায় ফেরান অধিনায়ক জিতেন মুর্মু। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে ১১৬ মিনিটের মাথায় ফের শোধ ২-১ গোলে এগিয়ে যায় কেরল। শেষ মিনিটের বাঁশি বাজার কিছুক্ষণ আগে ১৩৪ মিনিটে বাংলাকে ফের লড়াইয়ে ফেরান তীর্থঙ্কর সরকার।
এরপর শুরু হয় টাইব্রেকারের পালা। কিন্তু সেখানেও বাংলার পারফর্মেন্স হতাশাজনক। শেষ পর্যন্ত ৪-২ গোলে বাংলাকে পরাস্ত করে সন্তোষ ট্রফি তুলে নেয় কেরল।