মহানগর ওয়েবডেস্ক: আগামী ২২ সেপ্টেম্বর আমেরিকার টেক্সাসে প্রবাসী ভারতীরদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। টেক্সাসে অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘হাউডি মোদী’! সেখানে প্রায় ৫০,০০০ হাজার প্রবাসী ভারতীয় উপস্থিত থাকতে পারেন। সেখানেই একসঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানেই বিশৃঙ্খলা ঘটাতে তৈরি হচ্ছে বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠনগুলি, আশঙ্কা এমনই।
সূত্রের খবর, ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে খলিস্তানি ও পাকিস্তান সমর্থকরা। এর মদত আসছে ইসলামাবাদ থেকেই। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে এখনও পর্যন্ত আবেদন করেছে তিনটি সংগঠন! যারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মোদী বিরোধী পোস্টারে ছয়লাপ করে দিয়েছে। কোনও পোস্টারে রয়েছে জম্মু-কাশ্মীর ইস্যু, কোনও পোস্টারে ভারতে শিখদের ‘দুরবস্থা’ নিয়ে কুপ্রচার। এখনও পর্যন্ত বিক্ষোভ সমাবেশের কোনও অনুমতিই দেওয়া হয়নি। উপরন্তু জানানো হয়েছে, যে কোনওরকম উশৃঙ্খলতা ঠেকাতে তৈরি থাকবে পুলিশ এবং প্রশাসন।
জম্মু-কাশ্মীর থেকে ভারত ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তানের ক্ষোভ আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিদেশের মাটিতেও প্রবাসী ভারতীয়দের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে পাকিস্তানী ও খলিস্তানীরা। আবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও একাধিকবার বিক্ষোভ প্রকাশ করা হয়েছে। এবার ‘হাউডি মোদী’ অনুষ্ঠানকে অসফল করার উদ্যোগ নিয়েছে তারা।